clock ,

লিড প্লাটিনামে রেকর্ড গড়লো হ্যামস গার্মেন্টস

লিড প্লাটিনামে রেকর্ড গড়লো হ্যামস গার্মেন্টস

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যুক্ত হলো আরেকটি গর্বের অধ্যায়। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) প্রদত্ত সর্বোচ্চ স্বীকৃতিলিড প্লাটিনামসার্টিফিকেশন অর্জন করেছে রেকর্ড ১০৮ পয়েন্ট পেয়ে। ১১০ নম্বরের মধ্যে স্কোর অর্জনের মাধ্যমে হ্যামস গার্মেন্টস বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা হিসেবে ইতিহাস গড়েছে।

বিশ্বজুড়ে শিল্প খাতে যখন পরিবেশ সংরক্ষণ, জ্বালানি দক্ষতা, পানি ব্যবস্থাপনা কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ বড় অগ্রাধিকার পাচ্ছে, তখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের একটি পোশাক কারখানার এমন অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু একটি কারখানার সাফল্য নয়, বরং বাংলাদেশের পোশাক শিল্প যে টেকসই উন্নয়নের বৈশ্বিক মানদণ্ডে নেতৃত্ব দিতে পারেতারই শক্ত প্রমাণ।

একসময় পরিবেশগত দিক থেকে সমালোচনার মুখে থাকা বাংলাদেশের তৈরি পোশাক খাত এখন বিশ্বে পরিবেশবান্ধব শিল্পায়নের উদাহরণ হিসেবে উঠে আসছে। হ্যামস গার্মেন্টসের এই সাফল্য দেখিয়ে দিল, টেকসই উৎপাদন এখন আর পরীক্ষামূলক নয়বরং বাস্তব, পরিমাপযোগ্য এবং আন্তর্জাতিক মানে উত্তীর্ণ।

হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান বলেন, “এই অর্জন শুধু আমাদের কারখানার নয়, পুরো বাংলাদেশের পোশাক শিল্পের জন্য গর্বের। এটি প্রমাণ করে, আমরা আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে সক্ষম।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “এই সাফল্য ভবিষ্যতের শিল্পায়নের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত। বাংলাদেশ এখন শুধু বৈশ্বিক প্রত্যাশার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে না, অনেক ক্ষেত্রে সেই মানদণ্ড নিজেই নির্ধারণ করছে।

এদিকে সর্বশেষ ইউএসজিবিসির স্বীকৃতিতে দেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানা লিড সার্টিফিকেশন অর্জন করেছে। এর ফলে বাংলাদেশে লিড-সার্টিফায়েড কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩টিতে। এর মধ্যে ১১৫টি প্লাটিনাম ১৩৯টি গোল্ড সার্টিফিকেশনপ্রাপ্ত। বিশ্বের শীর্ষ ১০০ সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড-সার্টিফায়েড কারখানার মধ্যে এখন ৬৯টিই বাংলাদেশের।

এই অর্জন উপলক্ষে হ্যামস গার্মেন্টস লিমিটেডকে সংবর্ধনা দেবে বিজিএমইএ। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে শিল্প নেতৃবৃন্দ, ইউএসজিবিসির প্রতিনিধি এবং হ্যামস গার্মেন্টসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশ্লেষকদের মতে, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, বৈশ্বিক কার্বন নীতিমালা এবং ক্রেতাদের পরিবেশবান্ধব উৎপাদনের বাড়তি চাহিদার প্রেক্ষাপটে হ্যামস গার্মেন্টসের এই বিশ্বরেকর্ড বাংলাদেশের রফতানি খাতের জন্য একটি বড় শক্তি হয়ে উঠবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য