clock ,

মুগদা থেকে অপহৃত শিশু হিসান গাইবান্ধা থেকে উদ্ধার

মুগদা থেকে অপহৃত শিশু হিসান গাইবান্ধা থেকে উদ্ধার

রাজধানীর মুগদা এলাকা থেকে অপহৃত তিন বছরের শিশু হিসান রহমানকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় করে শিশুটিকে নিয়ে উধাও হন এক চালক। ঘটনায় মুগদা থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে অপহরণ মামলা করা হয়। পাশাপাশি নিখোঁজ শিশুটিকে উদ্ধারেমুন (মিসিং আর্জেন্ট নোটিফিকেশন) অ্যালার্টজারি করা হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, বিষয়টি জানার পরপরই শিশুটিকে উদ্ধারে পুলিশের তৎপরতা শুরু হয়। সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হয় এবং ঢাকার সব থানাকে বিষয়টি অবহিত করা হয়।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটিকে ইজিবাইকে বসিয়ে রেখে তার মা পাশের একটি দোকানে যান। সময় ইজিবাইক চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ফুটেজে চালকের ছবি স্পষ্ট না হওয়ায় তাকে শনাক্তে কিছুটা জটিলতা তৈরি হয়।

শিশুটির মা সুমাইয়া আক্তার জানান, তিনি মুগদার দক্ষিণগাঁও এলাকার ছয় নম্বর সড়কে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন। তার স্বামী হারুন রহমান প্রবাসে কর্মরত। বুধবার সকালে একটি ক্লিনিক্যাল পরীক্ষার রিপোর্ট সংগ্রহের জন্য তিনি ছেলেকে সঙ্গে নিয়ে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যান। দুপুর সোয়া ১টার দিকে বাসায় ফেরার সময় হাসপাতালের সামনে থেকে একটি ইজিবাইকে ওঠেন। পথে পানির তৃষ্ণা লাগলে তিনি চালককে একটি দোকানের সামনে থামতে বলেন এবং ছেলেকে ইজিবাইকে রেখে দোকানে যান। ফিরে এসে দেখেন ইজিবাইকসহ সন্তান উধাও।

শিশুটির মামা আজিজুর রহমান জানান, ঘটনার পর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হলেও চালক দ্রুত ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটে যাওয়ায় শিশুটির মা বিষয়টি বুঝে ওঠার সুযোগ পাননি। সন্তানকে হারিয়ে তিনি চরম মানসিক বিপর্যয়ে পড়েন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় জিডির পরপরইমুন অ্যালার্টজারি করা হয়। মুন অ্যালার্টের ফেসবুক পেজ অফিসিয়াল ওয়েবসাইটে শিশুটির ছবি প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সহায়তায় শিশুটিকে দ্রুত শনাক্ত উদ্ধারের জন্য মেট্রোরেল এলাকা এবং বিভিন্ন স্থানে বিলবোর্ডে নিখোঁজ বিজ্ঞপ্তিও প্রচার করা হয়।

পুলিশ জানায়, এসব সমন্বিত উদ্যোগের ফলেই অল্প সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য