clock ,

দেশে পৌঁছেছে প্রবাসীদের প্রায় ৩০ হাজার পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে প্রবাসীদের প্রায় ৩০ হাজার পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে অংশ নেওয়া প্রবাসী ভোটারদের পাঠানো প্রায় ৩০ হাজার পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংস্থাটি।

ইসির তথ্যমতে, প্রবাসী ভোটারদের ঠিকানায় এখন পর্যন্ত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার এবং ভোটদান সম্পন্ন করেছেন লাখ ৩২ হাজার ৯৮৯ জন। ভোট দেওয়া ব্যালটের মধ্যে লাখ ৭৯ হাজার ৫৭৯টি ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্যে ২৯ হাজার ৭২৮টি ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

এবার দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিকসরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিশ্বের ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও ব্যবস্থায় ভোট দিচ্ছেন।

সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য