clock ,

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের নেতাকর্মীদের ত্যাগ কখনো বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (৩১ মার্চ) রাতে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন বিএনপি নেত্রী। দীর্ঘদিন পর ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা জিয়া। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং আগামীর পথচলায় সবার দোয়া কামনা করেন। তিনি বলেন, "আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যাবে না। আমাদের অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে।"

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য . খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানের শুরুতে দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান এবং দলীয় চেয়ারপারসনকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

সভায় খালেদা জিয়া বলেন, "আমাদের লড়াই চলবে। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাব।"

বিএনপির নেতারা মনে করছেন, এই ভার্চুয়াল বার্তা দলের কর্মীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের জন্য শক্তি জোগাবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য