বাংলা নববর্ষ উপলক্ষে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২৭ এপ্রিল।
বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম এনডিসি ।
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিক, কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজনে অংশগ্রহণ করেন। হাইকমিশনার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের অনুষ্ঠান প্রবাসে আমাদের পরিচিতি ও বন্ধুত্বের পরিসরকে আরও বিস্তৃত করে।
অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। অনুষ্ঠানস্থল নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমন্বয়ে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অতিথিরা বাঙালি পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানটিকে আরও রঙিন করে তোলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?