সোমবার, ২০ মার্চ, ২০২৩

৬ চৈত্র, ১৪২৯

সব

Singapore
Corona Update

Confirmed Recovered Death
59,879 59,746 29

Bangladesh
Corona Update

Confirmed Recovered Death
543,717 492,059 8,356

সহকর্মীর আলিঙ্গনে ভেঙে গেল নারীর পাঁজরের হাড়!

নিউজ ডেস্ক | ১৭ আগস্ট ২০২২ | ৯:১৭ অপরাহ্ণ
সহকর্মীর আলিঙ্গনে ভেঙে গেল নারীর পাঁজরের হাড়!

প্রিয় মানুষের সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরা বা আলিঙ্গন খুবই সাধারণ একটি ব্যাপার। কিন্তু অফিসে সহকর্মীর আলিঙ্গনের চাপেই এক নারীর পাঁজরের হাড় ভেঙে গেছে। পরে ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্ত হন ওই নারী। সম্প্রতি চীনের হুয়ান প্রদেশে এ রকম একটি অদ্ভুত ঘটনা ঘটেছে।

টাইমস নাউ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মস্থলে নারী সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে তাকে জোরে আলিঙ্গন করেন পুরুষ সহকর্মী। সেই সময়ই ব্যথা অনুভব করে চিৎকার করে উঠেছিলেন ওই নারী। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও বাড়ি পৌঁছাতেই অস্বস্তি বাড়তে শুরু করে।

ব্যথা বাড়ার কারণে বুকে গরম তেল মালিশ করেন ওই নারী। এভাবেই পাঁচদিন ধরে তেল মালিশ করেও যখন ব্যথা কিছুতেই কমছিল না, তখন তিনি হাসপাতালে যান। সেখানে তার বুকের এক্স-রে রিপোর্টে জানা যায়, ওই নারীর পাঁজরের ডান দিকের দইটি এবং বামদিকে তিনটি হাড় ভেঙেছে।

এদিকে, অসুস্থ হওয়ায় অফিস থেকে ছুটি নেন ওই নারী। একে তো চিকিৎসা তারপর ওপর কাজে না যাওয়ায় তার আয় কমে যায়। আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। সুস্থ হওয়ার পর ওই সহকর্মীকে বিষয়টি জানালে সহকর্মী পাল্টা দাবি করেন যে তার আলিঙ্গনের কারণে পাঁজর ভেঙেছে এর প্রমাণ কী? এরপরই সহকর্মীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হন ওই নারী।

শেষ পর্যন্ত তার পক্ষেই রায় দিয়েছেন আদালত। বিচারক রায়ে জানিয়েছেন, কোনো কাজ করতে ওই নারীর হাড় ভেঙেছে এমনটা প্রমাণ পাওয়া যায়নি। তাই প্রমাণ হয়, সমকর্মীর আলিঙ্গনেই এই দুর্ঘটনা ঘটেছে। সেই পুরুষ সহকর্মীকে ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

সর্বশেষ
সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১