দীর্ঘদিন পর দেশে ফেরার প্রস্তুতি শেষে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন সৌদি প্রবাসী জয়নাল আবেদীন। কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জয়নাল আবেদীন সৌদি আরবের মদিনায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে।
জয়নালের প্রতিবেশি প্রবাসী মুরিদুল আলম চৌধুরী মুরাদ জানান, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টায় জেদ্দা এয়ারপোর্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জয়নাল। এরপর তাকে বিমানবন্দরের স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জানা যায়, ছুটি পেয়ে জয়নাল দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে ফ্লাইটে উঠার অপেক্ষায় ছিলেন। তার মরদেহ জেদ্দার একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |