ইসলামিক সলিডারিটি গেমস আর্চারিতে দলগত ইভেন্টে দলই ছিল কেবল তুরস্ক ও বাংলাদেশ। তাই আগে থেকেই স্বর্ণ বা রৌপ্য কোনো একটি পদক নিশ্চিত ছিল রোকসানা-শ্যামলীদের। আজ কোনিয়াতে ফাইনাল ম্যাচে স্বর্ণ পদকের লড়াইয়ে স্বাগতিকদের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। তাতে রৌপ্য পদক নিয়েই থামতে হয় তাদের।
রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের হয়ে। প্রথম সেটে ৫৮-৫৬ ও দ্বিতীয় সেটে ৫৮-৫৫ পয়েন্টে হেরে যায় অতিথিরা। তৃতীয় সেটে ৫৮-৫৮ পয়েন্টে ড্র করে আশা কিছুটা বাঁচিয়ে রাখে। কিন্তু চতুর্থ সেটে ৫৫-৫৩ পয়েন্টের হারে স্বর্ণ পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।
এর আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগ থেকে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ। সব মিলিয়ে আর্চারি থেকে তিনটি পদক পেল লাল-সবুজ জার্সিধারীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |