পরিবেশ ও প্রতিবেশ দূষণের দায়ে গাজীপুরসহ সাত জেলায় ১৪টি প্রতিষ্ঠানকে ৫৬ লাখ ১১ হাজার ১০৪ টাকা ক্ষতিপূরণ/জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল (রোববার) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং শাখার পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে এক শুনানিতে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক ইয়াসমিন আক্তার জানান, পরিবেশ দূষণের দায়ে গাজীপুরসহ সাত জেলায় ১৪টি কারখানা/প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে তলব করা হয়। পরে সেখানে এক শুনানিতে পরিবেশ ও প্রতিবেশ দূষণের দায়ে ওইসব কারখানা/প্রতিষ্ঠানকে ৫৬ লাখ ১১ হাজার ১০৪ টাকা জরিমানা/ক্ষতিপূরণ ধার্য করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ঢাকার নয়াপল্টনে অবস্থিত পল্টন চায়না টাউনকে ২ লাখ ১০ হাজার টাকা ও সাভারে আমান নিটিংস লিমিটেডকে ৫৩ হাজার ৭৬০ টাকা, গাজীপুরের আকিজ বেকার্স লিমিটেডকে ১ লাখ টাকা, আমানা রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও নিটেক্স ড্রেসেস লিমিটেডকে ৩ লাখ ৩৭ হাজার ৯২০ টাকা। এদিকে মানিকগঞ্জের করবেল কেমিক্যাল ইন্ড্রাস্টিজকে ২ লাখ ৯ হাজার ৬০০ টাকা, নারায়ণগঞ্জে এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডকে ৯২ হাজার ১৬০ টাকা, নরসিংদীর সিলকেন টেক্সটাইলকে ২ লাখ ৯ হাজার ২৮০ টাকা ও লাকি ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডকে ৪৮ হাজার ৩৮৪ টাকা। এ ছাড়া রংপুরের মেসার্স আব্দুল্লাহ টোব্যাকোর ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা এবং টাঙ্গাইলের নাসির স্ট্যার্চ অয়েল অ্যান্ড অ্যানিমেল ফিড ইন্ড্রাস্টিজ লিমিটেডকে ৪২ লাখ টাকা জরিমানা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
এ ছাড়া একই দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকার খিলগাঁও এলাকায় উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |