সোমবার, ২০ মার্চ, ২০২৩

৬ চৈত্র, ১৪২৯

সব

Singapore
Corona Update

Confirmed Recovered Death
59,879 59,746 29

Bangladesh
Corona Update

Confirmed Recovered Death
543,717 492,059 8,356

বাইসাইকেল চালিয়ে সেঞ্চুরী করলো সুপ্রিয় পাল

নিউজ ডেস্ক | ১৪ আগস্ট ২০২২ | ৮:৫৪ অপরাহ্ণ
বাইসাইকেল চালিয়ে সেঞ্চুরী করলো সুপ্রিয় পাল

একদম সাধারণ নন গিয়ার বাইসাইকেল তা দিয়েই দশ হাজার কিলোমিটার পথ পাড়ি। মানে ১০০ কিলোমিটার চালানোর সেঞ্চুরি। সুপ্রিয় পাল ২৩ বছর বয়সী এক তরুণ। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের কামালপুর গ্রামের নির্মল কান্তি পাল ও শিপ্রা রানী পালের একমাত্র ছেলে। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই বাইসাইকেলের প্রতি ঝোঁক ছিলো তার। তাদের এলাকার ৬৫ বছর বয়সী এক প্রবীন ব্যক্তি প্রায়ই বাইসাইকেল নিয়ে প্রায় ৭৫ কিলোমিটার দূরে সিলেট শহরে চলে যেতেন। উনার গল্প শুনেই শত কিলোমিটার পথ বাইসাইকেলে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাও আবার একদম সাধারণ মানের নন গিয়ার বাইসাইকেল দিয়েই স্বপ্ন পূরণে নামেন তিনি।

২০২১ সালের ১৩ই মার্চ বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে গিয়ে প্রথম ১০০ কিলোমিটার বাইসাইকেল রাইড সম্পন্ন করেন তিনি। এরপরে আর থেমে থাকেনি তার বাইসাইকেলের প্যাডেল। গত ১২ই আগষ্ট সিলেট থেকে তামাবিল যাওয়া আসা করে সম্পন্ন করেন তার বাইসাইকেলে চেপে ১০০ কিলোমিটারের ১০০তম রাইড।

অসাধ্যকে সাধন করা সদা হাস্যোজ্জ্বল সুপ্রিয় পাল সংবাদকর্মীদের জানান, সেঞ্চুরি কিলোমিটারের সেঞ্চুরি রাইডের স্বপ্ন পূরণ হয়েছে,আগামীতে বাইসাইকেলে চেপে ৬৪ জেলা ঘুরে দেখার স্বপ্ন তার। সে জন্য প্রয়োজন একটি ভালো বাইসাইকেল। আর্থিক অবস্থার জন্য ভালো বাইসাইকেল কেনা সম্ভব হচ্ছেনা। তবে সে থেমে থাকবে না,স্বপ্ন আর জেদ কে বাস্তবে রূপ দিবেই।

Facebook Comments Box

সর্বশেষ
সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১