ডরমেটরির রুমে বসে দুই বন্ধুর মজা করার ছলে একে অপরকে আঘাত করার জের ধরে হাতাহাতি ধস্তাধস্তি, শেষ হলো রান্নাঘরের ছুরি দিয়ে আঘাত, দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা গ্রহণ এবং ঘটনার শেষ হলো আদালত কতৃর্ক শাস্তি ভোগ করার মাধ্যমে। গত ২১ জুন রুমমেটকে ছুরিকাঘাত করার অভিযোগে মিদুল হোসেন নামের এক বাংলাদেশিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। চলতি বছরের ১৩ জানুয়ারি CDPL Tuas Dormitory তে ঘটনাটি ঘটে। আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী এবং অপরাধী উভয়েরই বয়স ২৪ এবং তারা একই কোম্পানিতে কাজ করতো। গত ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার সময়ে মিদুল এবং ভুক্তভোগী খেলাচ্ছলে একে অপরকে আঘাত করছিল। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে রুমে উপস্থিত ৫ জন রুমমেট তাদেরকে ছাড়িয়ে দেয়। ডেপুটি পাবলিক প্রসিকিউটর কোয়াঙ জিয়া মিন বলেন, মিদুল বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি, ক্রোধে নিদ্রাহীন কাটায়। মধ্যরাতে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় ভুক্তভোগীর তলপেটের বামদিকে ছুরি দিয়ে আঘাত করে ডরমেটরির এক্সারসাইজ কর্নারে পালিয়ে যায়। ভু্ক্তভোগী ব্যথা অনুভব করে জেগে উঠে পেটের মধ্যে ছুরি দেখে পুলিশের কাছে অভিযোগ করে। এরপরই পুলিশ মিদুলকে গ্রেফতার করে। আদালতে প্রদত্ত মেডিকেল রিপোর্ট অনুসারে দেখা যায়, ছুরির আঘাত অল্পের জন্য ভুক্তভোগীর ক্ষুদ্রান্ত্রের প্রধান শিরা যার মাধ্যমে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয় সেটির পাশ কেটে বেরিয়ে গেছে। যদি ধমনীতে ছুরির ফলা ঢুকে যেত তাহলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভুক্তভোগীর জীবন সংশয়ের আশংকা ছিল। ভুক্তভোগীকে ক্ষুদ্রান্ত্রে অপারেশন করার পরে ২৮ দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
স্বেচ্ছায় কাউকে আঘাত করলে সিঙ্গাপুরের আইন অনুযায়ী ৭ বছরের কারাদন্ড, জরিমানা এবং বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে। দ্য স্ট্রেইটস টাইমস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |