সিঙ্গাপুরে মাদক বেচাকেনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বুন লে, চাঙ্গি, সেঙকাঙ এবং তো পাওয়াহ এলাকাগুলোতে সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (CNB) কতৃর্ক পরিচালিত অভিযানে ৪ লক্ষ ৭০ হাজার ডলার মূল্যমানের মাদক জব্দ করা হয়। গত ২৩ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঈঘই। জব্দকৃত মাদকের মধ্যে ১৯৪ গ্রাম হেরোইন, ৬৫৭ গ্রাম আইস, ৯,৩৩৯ গ্রাম ক্যানাবিস, ১০৪ গ্রাম কেটামাইন, ৭ গ্রাম নিউ সাইকোঅ্যাকটিভ সাবসটেন্সেস, ২৩৬ গ্রাম একটেসি ট্যাবলেটস, একটি ইরামিন—৫ ট্যাবলেট, একটি এলএসডি স্ট্যাম্প এবং ছয় শিশি গামা—হাইড্রোক্সিবাইট্রেট। এছাড়া অন্য একটি অভিযানে CNB অফিসাররা সুমাঙ ওয়াক এর আবাসিক ইউনিট এ মাদক পাচারকারী সন্দেহে ৫৬ বছর বয়সী একজন সিঙ্গাপুরিয়কে গ্রেফতার করেছে। তার নিকট থেকে ৬৬ গ্রাম হেরোইন এবং ১৬ গ্রাম আইস, মাদক গ্রহণের বিভিন্ন সামগ্রী, ৪,৩০০ ডলার জব্দ করা হয়। দ্য স্ট্রেইটস টাইমস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |