হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ সকালে উদ্ধারকৃত এসব সোনারবারের আনুমানিক মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তল্লাশি চালানো হয় এবং সংস্থার উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে একটি টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় সোনারবারগুলো পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |