বিশ্বখ্যাত জার্নাল নেচারের পাবলিশার নেচার ইনডেক্স নামে কিছু ডাটা প্রকাশ করে। এইরকম একটি ডাটা সম্প্রতি প্রকাশিত হয়েছে যেখানে বিশ্বের দেশগুলোর মধ্যে গবেষণা বিবেচনায় একটি রেঙ্কিং করেছে। লিংক কমেন্ট থ্রেডের প্রথম কমেন্টে দেওয়া হলো। সেই রেঙ্কিং এ গবেষণায় বিশ্বে এক নম্বর দেশ আমেরিকা, দুই নম্বরে আছে চীন, ১১ নম্বরে আছে ভারত, ৪৬ নম্বরে পাকিস্তান আর ৭৪ নম্বরে বাংলাদেশ। আমরা টাকা পয়সায় যতই এগিয়ে থাকি না কেন জ্ঞান, বিজ্ঞান ও গবেষণায় না আগালে অশিক্ষিতের বেশি টাকা হওয়ার মত অবস্থা হয়। যা আমরা চারপাশে চোখ মেললেই দেখতে পাই।
আমাদের দেশের রাস্তা ঘাট, পরিবেশ, ট্রাফিক ব্যবস্থা, জীবন যাত্রার মান ইত্যাদি সব কিছুই প্রমাণ করে যে আমাদের কেবল টাকাই হয়েছে রুচি হয়নি, সংস্কৃতিবোধ ইত্যাদিতে পিছিয়েছি। আমাদের সমস্ত কিছুতে অশিক্ষিতের ছাপ পাই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |