প্রিয়জনের মৃত্যুতে যাঁরা শোকস্তব্ধ তাঁদের দুঃখ কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার একজন জুয়েলার বা গয়না প্রস্তুতকারক। মৃত মানুষের দাঁত থেকে গলার হার এবং আংটি তৈরি করে তিনি রীতিমত সাড়া ফেলে দিয়েছেন। গ্রেভ মেটালাম জুয়েলারির মালিক বছর ২৯-এর জ্যাকি উইলিয়ামস মৃত মানুষের দেহাবশেষ থেকে তৈরী করেছেন নানা রকমের হস্তশিল্প। শুধু দাঁত নয়, মৃত মানুষের চুল এবং ছাই ব্যবহার করে তৈরী করে ফেলেছেন নেকলেস -ও। মিরর -কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকি বলেছেন, ‘আমি আমার ক্লায়েন্টের অনুরোধে যে কোনও ধাতব জুয়েলারিতে মৃত মানুষের দাঁত ব্যবহার করতে পারি। আমি এই কাজটি করে আনন্দ পাই, কারণ আমি মনে করি এর মাধ্যমে যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের কিছুটা হলেও অভাব পূর্ণ করতে আমি সাহায্য করি।’
কয়েক বছর আগে যখন তিনি তার প্রিয় বন্ধুকে হারিয়েছিলেন তখন থেকেই ঠিক করেন প্রিয়জনকে হারানোর দুঃখ মোকাবেলা করতে তিনি মানুষকে সাহায্য করবেন, তখন থেকেই এই জুয়েলারি বানানোর আগ্রহ তাঁর মধ্যে জন্মায়। জ্যাকি বলেছেন, তাঁর কাছে বিভিন্ন সময়ে বেশ কিছু অদ্ভুত অনুরোধও এসেছে। যেমন একজন তাঁকে আইইউডি ব্যবহার একটি গয়না তৈরী করে দিতে বলেছেন তবে সেটি প্লাস্টিকের হওয়ায় তিনি তা তৈরী করে দিতে পারেননি।
আরেকজন ক্লায়েন্ট তাঁকে একটি বুলেট দিয়ে গয়না বানাতে বলেছিলেন। সেই বুলেটটি ব্যবহার করে ওই ক্লায়েন্টের ঠাকুরদা আত্মঘাতী হয়েছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |