clock ,

রেফারি ও সহকারী কোচের সঙ্গে বিতর্ক, শাস্তি পেলেন মেসি

রেফারি ও সহকারী কোচের সঙ্গে বিতর্ক, শাস্তি পেলেন মেসি

মেজর লিগ সকারের (MLS) প্রথম ম্যাচেই রাগের বশে বিতর্কে জড়ালেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন রেফারিকে আঙুল তুলে শাসানোর পাশাপাশি প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা দেওয়ায় শাস্তির মুখোমুখি হয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সূত্র জানিয়েছে, মেসির আচরণে ক্ষুব্ধ মেজর লিগ সকার কর্তৃপক্ষ ইন্টার মায়ামি ম্যানেজমেন্ট। তাকে একটি অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়েছে।

রোববার নিউইয়র্ক সিটি এফসি- মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই মেসিদের আধিপত্য দেখা যায়। টমাস অ্যালভেজের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু গোলের কিছুক্ষণ পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অ্যালভেজকে। ২৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। নিউইয়র্ক সিটি এই সুযোগ কাজে লাগিয়ে দুই গোল দিয়ে এগিয়ে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে মেসির পাস থেকে গোল করে - সমতা ফেরায় মায়ামি।

ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেয় রেফারি, যা পছন্দ হয়নি মেসির। খেলা শেষ হতেই তিনি রেফারির দিকে এগিয়ে গিয়ে তর্কে জড়ান এবং উত্তেজিত ভঙ্গিতে কিছু বলেন। হলুদ কার্ড দেখানো হলেও থামেননি মেসি, রেফারির সঙ্গে তর্ক চালিয়ে যান। মাঠের বাইরে গিয়ে প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা দেন। মেসির এই অসদাচরণ দ্রুতই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা ফুটবল ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ইন্টার মায়ামি মেজর লিগ সকার কর্তৃপক্ষ মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। যদিও জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি, তবে ভবিষ্যতে এমন আচরণ করলে আরও কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন তিনি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য