clock ,

মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল এমএলএস

মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল এমএলএস

লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোর মাঠে প্রবেশ নিষিদ্ধ করেছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। শুধু এমএলএস নয়, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচগুলোতেও সাইডলাইনে তার উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। ফলে এখন থেকে তিনি শুধুমাত্র মাঠের বাইরে থেকেই মেসির নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবেন।

২০২৩ সালে মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই তার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ইয়াসিন চুকো। সাবেক নেভি সিল সদস্য পেশাদার দেহরক্ষী হিসেবে তিনি ২৪ ঘণ্টাই মেসি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেন। মাঠের সাইডলাইনে তার সক্রিয় উপস্থিতি বহুবার ক্যামেরাবন্দি হয়েছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় ছিল।

এক ভিডিও বার্তায় ইয়াসিন চুকো জানান, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। ইউরোপে আমি সাত বছর লিগ ওয়ান চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন দর্শক মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে গত ২০ মাসে ১৬ জন মাঠে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, ‘মেসির নিরাপত্তা নিশ্চিত করা আমার অন্যতম দায়িত্ব। এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, কিন্তু আমি সেই সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস কনক্যাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

চুকোর মতে, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা দরকার।আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপের অভিজ্ঞতা থেকে বলছিএখানে নিরাপত্তার উন্নতি প্রয়োজন।

এমএলএস কর্তৃপক্ষ জানায়, মাঠের ভেতরে দেহরক্ষীর উপস্থিতি নিয়মবহির্ভূত। যদিও মেসির মতো তারকার নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তবে নির্দিষ্ট নিয়ম ভঙ্গের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য স্টেডিয়ামের নিজস্ব নিরাপত্তা টিমই যথেষ্ট এবং অতিরিক্ত কোনো ব্যক্তি মাঠে প্রবেশ করতে পারবেন না।

এই নিষেধাজ্ঞার ফলে চুকোকে এখন থেকে শুধুমাত্র মাঠের বাইরে থেকে মেসির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে এমএলএসের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে, কারণ মেসির জনপ্রিয়তার কারণে তার প্রতি ভক্তদের উন্মাদনা তুলনামূলকভাবে বেশি। এখন দেখার বিষয়, নতুন নিরাপত্তা নীতিতে মেসির সুরক্ষা কতটা নিশ্চিত করা সম্ভব হয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য