clock ,

ভাসমান স্কুলের উদ্ভাবক মোহাম্মদ রেজোয়ান হলেন ‘ইয়েল বিশ্ব ফেলো’

ভাসমান স্কুলের উদ্ভাবক মোহাম্মদ রেজোয়ান হলেন ‘ইয়েল বিশ্ব ফেলো’

বাংলাদেশের জলবায়ু অভিযোজন মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত ভাসমান স্কুলের উদ্ভাবক, স্থপতি মোহাম্মদ রেজোয়ান ২০২৫ সালেরইয়েল বিশ্ব ফেলোহিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটি প্রতি বছর বিশ্বের ১৬ জন প্রভাবশালী ব্যক্তিকে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ প্রদান করে। এবারের ফেলোশিপের জন্য রেজোয়ানসহ বিশ্বের ,২০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।


২০০২ সালে মোহাম্মদ রেজোয়ান প্রথমবারের মতো ভাসমান স্কুলের ধারণা বাস্তবায়ন করেন। বাংলাদেশের বন্যাপ্রবণ অঞ্চলের শিশুদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে তিনি নৌকাভিত্তিক স্কুল চালু করেন, যা সৌরবিদ্যুৎ চালিত এবং স্বয়ংসম্পূর্ণ শিক্ষার পরিবেশ তৈরি করে। এতে শিক্ষার্থীরা দুর্যোগকালীন সময়েও নিরাপদে পাঠ গ্রহণ করতে পারে।

রেজোয়ান এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষের জন্য যারা প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলেছে। এই সম্মাননা বিশ্বব্যাপী ভাসমান স্কুল মডেলের প্রসারকে আরও বেগবান করবে।

ইয়েল ইউনিভার্সিটির আন্তর্জাতিক লিডারশিপ সেন্টারের পরিচালক এমা স্কাই বলেন, ‘রেজোয়ানের ভাসমান স্কুল মডেল শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে জলবায়ু অভিযোজনের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তার উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনার অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ইতোমধ্যে এশিয়া আফ্রিকার আটটি দেশে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

শিক্ষা ছাড়াও রেজোয়ান পরিবেশ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উদ্যোগের মধ্যে রয়েছে ভাসমান গ্রন্থাগার, ভাসমান স্বাস্থ্যকেন্দ্র, ভাসমান প্রশিক্ষণ কেন্দ্র, ভাসমান খেলার মাঠ। এই প্রকল্পগুলো জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দ্বারা স্বীকৃত হয়েছে এবং বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত হয়েছে।

 ‘ইয়েল বিশ্ব ফেলোহিসেবে নির্বাচিত হওয়ার পর রেজোয়ান ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরামর্শ দেবেন, জলবায়ু পরিবর্তন শিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা করবেন এবং বাংলাদেশের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন।

মোহাম্মদ রেজোয়ানের এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী নেতৃত্ব জলবায়ু অভিযোজন প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। এটি দেশের জন্য গর্বের মুহূর্ত এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন মডেল উদ্ভাবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য