clock ,

নির্মাতা-তারুণ্যের খোঁজে

নির্মাতা-তারুণ্যের খোঁজে

লাল টিপ ও সবুজ শাড়ি পরা নদীটির

নীলাকাশ জুড়ে সমুদ্র সমুদ্র শুভ্র সম্ভাবনা।

হৃদয়বৃত্তির সুন্দর চাষ ছাড়া গুপ্তধন

হাতছাড়া। শীতের গোটানো লেপের ওপর

নৃত্যরত কোকিলের সুর তোলা উষ্ণতায়

বসন্তপাড়ায় জাগ্রত সহস্র রঙ, ডানামেলা

শত সুবাস নির্মাণ করে প্রফুল্ল মনোজগত।

রাতের কৈলাশ পর্বত হতে বাতাসে ভাসা

আর্তনাদে অন্তর্নিহিতশক্তিসমূহের বিকাশ

কেন থমকে দাঁড়ায় ? অথচ এ কৈলাশের

ভালোবাসার পললে দাঁড়িয়ে বিস্তীর্ণ সবুজভূমি।

মানস সরোবরের স্বচ্ছ জলধারার আন্দোলন

আর তাতে ফোটা পদ্মফুলের প্রতিটি পাপড়িতে

লেখা "বুননের গান' উপন্যাসটি পড়ো, নিজের সম্ভাবনাকে মোড়কমুক্ত করো---

লাল টিপ ও সবুজ শাড়ি পরা নদীটি আলোর

মশাল হাতে নিয়ে জানালা খুলে

বিকশিত নির্মাতা-তারুণ্য খোঁজে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য