clock ,

ঈদের নামাজে হাছান মাহমুদ

ঈদের নামাজে হাছান মাহমুদ

যুক্তরাজ্যের লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে। স্থানীয় সময় রবিবার, তিনি লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারালে, হাছান মাহমুদ প্রকাশ্যে অনুপস্থিত ছিলেন। তাকে নিয়ে নানা গুঞ্জন চলছিল, বিশেষ করে তিনি দেশে নেই বলে ধারণা করা হচ্ছিল। এই সব জল্পনার মধ্যেই হঠাৎ করে লন্ডনে তার উপস্থিতির বিষয়টি সামনে আসে। ঈদের নামাজ শেষে তিনি পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন, যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


ছড়িয়ে পড়া ছবিগুলোর একটিতে দেখা যায়, হাছান মাহমুদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন। আরেকটি ছবিতে তিনি সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে, এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশার সঙ্গে রয়েছেন। সেই ছবিতে আরও দুই কিশোরের উপস্থিতিও দেখা যায়।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য