রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্য মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও তোফায়েল আহম্মেদ (২৬) গ্রেপ্তার হয়েছেন।
৩১ মার্চ পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাই ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়। বাড্ডা থানা পুলিশের তদন্তে তাদের চোরচক্রের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযুক্ত মাহথির নিজেকে ভাড়াটিয়া পরিচয়ে বাসা সাবলেট নেওয়ার নাম করে চুরির পরিকল্পনা করেছিলেন।
উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার বাসিন্দা মো. সাকিব ও তার সহপাঠীর বাসায় সাবলেট ভাড়া নেওয়ার কথা বলে ২১ মার্চ বিকেলে মাহথির মোহাম্মদ খান তমাল তাদের সঙ্গে যোগাযোগ করেন। চাবি নিয়ে বাসা পরিদর্শনের পর তিনি জাতীয় পরিচয়পত্রের ছবি পরে দেওয়ার কথা বলে চলে যান।
সেদিন রাত সোয়া ৮টার দিকে সাকিব তারাবির নামাজ পড়তে বাসা থেকে বের হলে মাহথির চাবি ব্যবহার করে বাসায় প্রবেশ করেন। তিনি পড়ার টেবিলের ড্রয়ার থেকে ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করেন। পরে বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে সাকিব বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মাহথিরের অবস্থান শনাক্ত করা হয়। আজ সকালে তাকে তার সহযোগী তোফায়েল আহম্মেদসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাই ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?