থাইল্যান্ডের প্রাচিনবুরি প্রদেশে একটি শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ব্রেক ফেল করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢালু রাস্তা থেকে খাদে পড়ে যায়। বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন, যার মধ্যে চালকও ছিলেন, এটি বুয়েং কান থেকে রায়ংয়ের দিকে যাচ্ছিল। ঢালু রাস্তা ও ব্রেক ফেল করায় চালক বাসের নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনাস্থল ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। থাই পুলিশের কর্নেল সোফোন ফ্রামানিহি বলেন, "বাসটি ব্রেক ফেল করার কারণে ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক।" দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান।
থাইল্যান্ডের
প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) এক পোস্টে নিহতদের পরিবারের
প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার বিস্তারিত
তদন্তের নির্দেশ দিয়েছেন। যদি দেখা যায়
বাসটি নির্ধারিত মান পূরণ করেনি
বা অবহেলা ছিল, তাহলে আইনি
ব্যবস্থা নেওয়া হবে।
বাজে রাস্তার অবস্থা ও যানবাহনের নিরাপত্তা
মান নিশ্চিতকরণে দুর্বলতা থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনার মূল
কারণ বলে মনে করা
হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী থাইল্যান্ড সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বিশ্বের নবম স্থানে রয়েছে। গত বছর একটি স্কুল বাসে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরার ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ ২৩ জনের মৃত্যু হয়েছিল। বিশ্লেষকদের মতে, যানবাহনের নিয়মিত পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?