clock ,

থাইল্যান্ডে আটক ৪৮ উইঘুরকে চীনে ফেরত পাঠানোর অভিযোগ

থাইল্যান্ডে আটক ৪৮ উইঘুরকে চীনে ফেরত পাঠানোর অভিযোগ

থাইল্যান্ড সরকার ৪৮ জন উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তবে দেশটির জাতীয় পুলিশ কমিশনার কিতরাত এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি একটি নিরাপত্তা ইস্যু এবং বিষয়ে আরও সময় প্রয়োজন।

২০১৪ সালে ৩০০ জনেরও বেশি উইঘুর চীন থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেন। এরপর থাই কর্তৃপক্ষ তাদের মালয়েশিয়া সীমান্তের কাছে আটক করে।২০১৫ সালে থাইল্যান্ড সরকার ১০৯ জন উইঘুরকে জোরপূর্বক চীনে ফেরত পাঠায়, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। একই সময়ে ১৭৩ জন উইঘুরকে তুরস্কে পাঠানো হয়, যাদের বেশিরভাগই নারী শিশু ছিলেন। বাকি ৫৩ জন উইঘুরকে থাইল্যান্ডেই আটক রাখা হয়, যার মধ্যে জন (দুই শিশু সহ) বন্দী অবস্থায় মারা যান।

সম্প্রতি থাই পুলিশ দাবি করেছিল যে, উইঘুরদের চীনে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তবে আজ বৃহস্পতিবার একাধিক সূত্র জানিয়েছে যে, ৪৮ জন উইঘুরকে গোপনে চীনে ফেরত পাঠানো হয়েছে। থাইল্যান্ডের বিরোধী দলীয় এমপি কানাভি সুবসাং তার ফেসবুকে ছয়টি ভ্যানের ছবি পোস্ট করেন, যা আজ সকালে তোলা হয়। ধারণা করা হচ্ছে, এই ভ্যানগুলোই উইঘুরদের বিমানবন্দরে নিয়ে গেছে।  কানাভির দাবি, ভোর ৪টার দিকেচায়না সাউদার্ন এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইট ব্যাংকক এয়ারপোর্ট থেকে চীন অভিমুখে ছেড়ে যায়, যাতে ৪৮ জন উইঘুর ছিলেন।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া মানবাধিকার উদ্বেগ

থাইল্যান্ডের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করতে পারে। উইঘুর মুসলিমদের চীনে জোরপূর্বক ফেরত পাঠানো হলে তারা নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

চীন দীর্ঘদিন ধরে উইঘুরদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে দমন নীতি গ্রহণ করছে। ফলে তাদের ফেরত পাঠানো উইঘুর শরণার্থীদের জন্য জীবনঘাতী পরিণতি ডেকে আনতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য