clock ,

ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিলেন খালেদা জিয়া

ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিলেন খালেদা জিয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফলতা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, “আমি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও সবসময় আপনাদের পাশে আছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। এমন কোনো কাজ করবেন না, যাতে এত দিনের সংগ্রাম আত্মত্যাগ ব্যর্থ হয়।তিনি আরও বলেন, “আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।’”

বিএনপি চেয়ারপারসন বলেন, “দীর্ঘ ছয় বছর পর আপনারা একত্রিত হতে পেরেছেন। এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে সম্প্রতি জুলাই-আগস্ট মাসে যারা দমননীতির শিকার হয়ে জীবন দিয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আহতদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।

দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উদগ্রীব। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বৃহত্তর জাতীয় স্বার্থে আমাদের কাজ করতে হবে।তিনি আরও বলেন, “দেশের শত্রুরা এখনো চক্রান্ত করছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত সাফল্যকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে।

বর্ধিত সভায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য