clock ,

খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসব মামলার রায়ের বিস্তারিত অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে, গত বছরের ৩০ অক্টোবর বিচারপতি কে এম আসাদুজ্জামান বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল (অ্যাবসোলিউট) মঞ্জুর করে মামলাগুলো বাতিলের রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন,ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার ও রাসেল আহমেদ। এ মামলার মধ্যে বাস পোড়ানোর অভিযোগে দারুস সালাম থানায় ২০১৫ সালের ২৯ জানুয়ারি, ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, মার্চ  ও ৩ মার্চ। এছাড়া, যাত্রাবাড়ী থানায়- ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি (দুটি মামলা)। এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। পরবর্তীতে, এসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলা বাতিলের আবেদন রায়

২০১৭ সালে মামলাগুলোর কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল মঞ্জুর করে মামলাগুলো বাতিলের রায় দেন।

খালেদা জিয়ার আইনজীবীরা জানান, আদালত রুল অ্যাবসোলিউট করেছেন, যার অর্থ মামলাগুলো বাতিল হয়ে গেছে। তারা আরও বলেন, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন বানোয়াট। আদালতের রায়ের মাধ্যমে খালেদা জিয়া এসব মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি পেলেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য