মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি থেকে ছাঁটাইয়ের মুখে থাকা প্রায় ২,৭০০ কর্মীকে সাময়িকভাবে কাজে ফেরার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি), ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস এক আদেশে এই ছাঁটাই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেন। আদালতের এই আদেশ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
বিচারক কার্ল নিকোলস ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তার এই হস্তক্ষেপ ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা সংস্থাগুলো ভেঙে দেওয়ার পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী মার্কিন সহায়তা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেন। এতে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন এবং ফরেন সার্ভিস কর্মীদের একটি সংগঠন আদালতে যায়।
ইতোমধ্যেই ৫০০ কর্মী পুনর্বহাল হয়েছেন। ২,২০০ জন ইউএসএআইডি কর্মী যারা বেতনসহ ছুটিতে ছিলেন, তারাও কাজে ফিরতে পারবেন।যেসব কর্মী বিদেশে মানবিক সহায়তা কার্যক্রমে আছেন, তাদেরও ট্রাম্প প্রশাসন জোরপূর্বক স্থানান্তর করতে পারবে না।
এর আগে, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের সিদ্ধান্তেও আদালত স্থগিতাদেশ দিয়েছিল। এবার ইউএসএআইডির বিষয়েও আদালতের রায় ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?