গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাজীপুরসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিযান শুরু হবে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে আগামীকাল (রবিবার) প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল (শুক্রবার) রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় কয়েকজন গুরুতর আহত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবরে তারা সেখানে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হন, যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর, এবং তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় শুধু গাজীপুর নয়, সন্ত্রাসী কার্যকলাপ দমনে সারাদেশেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?