যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত সিলেটের গোয়াইনঘাটবাসীদের আয়োজনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ ফেব্রুয়ারি) ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী, সাংবাদিক, সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ মোট ১১১ জনকে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি, কুরআন তেলাওয়াত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য উত্তর আমেরিকার জনপ্রিয় বাংলা টেলিভিশন টিবিএন২৪ ও ঢাকা পোস্ট-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল এবং জিটিভি টেলিভিশনের প্রতিনিধি ফয়সল আহমেদ মুন্নাকে সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে সংগঠনের গঠনতন্ত্র বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং লাকি কূপনের বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সূচনা হয় জাকির হোসাইন মুন্নার সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মকে শিক্ষা ও সংস্কৃতিতে অনুপ্রাণিত করা এবং তাদের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। পরিবার-পরিজনসহ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে বলে আয়োজকরা জানিয়েছেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন হ্যামট্টামিক সিটির কাউন্সিল সদস্য আবু আহমেদ মুসা, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল, ফ্যামিলি ডিনার কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বদরুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলওয়ার হোসেন। এছাড়া গ্রেটার জৈন্তিয়া সোসাইটির উপদেষ্টা মোস্তফা আনোয়ার, সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি আব্দুর রকিব, কুমিল্লা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো.আরিফুর রহমানসহ অনেকেই বক্তব্যে রাখেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি চৌধুরী। সবশেষে সবাই মিলে সেরে নেন রাতের খাবার। ম্যানুতে ছিল দেশীয় বিভিন্ন পদের খাবার।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?