clock ,

মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি (মঙ্গলবার) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসভবন ফিরোজার সামনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

গণমাধ্যমকে দলটির মহাসচিব বলেন, ৭ তারিখ রাতে তিনি লন্ডনের উদ্দেশে রওনা করবেন। তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ্য করে দেশের মানুষের মাঝে ফিরিয়ে আনে। সংগ্রামে যেন নেতৃত্ব দেন। 

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বহু বছর ধরে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চিকিৎসকদের সুপারিশ ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও সরকার অনুমতি দেয়নি। তবে পাঁচই অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার এই সিদ্ধান্ত নিলেন বিএনপি চেয়ারপারসন।


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য