clock ,

নিজ বাড়ি থেকে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

হলিউডের দুইবারের অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা জিন হ্যাকম্যান তার স্ত্রী বেটসি আরাকাওয়া প্রয়াত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সান্তা ফে নিউ মেক্সিকান তথ্য নিশ্চিত করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজ বাড়িতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫ বছর। তার স্ত্রী বেটসি আরাকাওয়া পেশাদার পিয়ানোবাদক হিসেবে সুপরিচিত ছিলেন।

সান্তা ফে নিউ মেক্সিকান-কে দেওয়া এক বিবৃতিতে শেরিফের দপ্তর জানায়, “আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি এবং সার্চ ওয়ারেন্টের অপেক্ষায় আছি। তবে আশেপাশের বাসিন্দাদের আশ্বস্ত করতে চাই যে, এটি কোনো নিরাপত্তা ঝুঁকির ঘটনা নয়।

১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত "দ্য ফ্রেঞ্চ কানেকশন" সিনেমায় জিমিপপাইডয়েল চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবার অস্কার জয় করেন হ্যাকম্যান। এরপর ১৯৯২ সালে, ক্লিন্ট ইস্টউড পরিচালিতআনফরগিভেনসিনেমায় শেরিফ লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে আরেকটি অস্কার জেতেন তিনি।

জিন হ্যাকম্যানের প্রয়াণে হলিউডের স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য