অবশেষে হলিউডের বিখ্যাত ওয়াক অব ফেমে জায়গা পেলেন অভিনেত্রী গাল গাদত। গত মঙ্গলবার তাঁর নামে একটি তারকা বসানো হয়, যা সম্মানিত করেছে হলিউড চেম্বার অব কমার্স। তবে এই সম্মাননা অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনাও ঘটে।
গাল গাদত একজন ইসরায়েলি অভিনেত্রী, যিনি দুই বছর দেশটির সামরিক বাহিনীতে ছিলেন। তিনি সবসময় ইসরায়েলের পক্ষে সরব, বিশেষ করে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সমর্থনে। এই অবস্থানের কারণে ওয়াক অব ফেমের অনুষ্ঠানে তাঁকে সমর্থন জানিয়ে ইসরায়েলের পতাকা হাতে সমবেত হন অনেক ইসরায়েলি। অন্যদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিরোধিতা এবং যুদ্ধবিরতির দাবিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সেখানে উপস্থিত হন, ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।
দুই পক্ষের স্লোগান পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। হলিউড রিপোর্টার জানায়, গাল গাদতের অনুষ্ঠানস্থলের মাত্র কয়েক ফুট দূরে ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা অবস্থান নেন।
তবে পুলিশ শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল, ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে জনসমাগম নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়। গাল গাদত এই ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
অনুষ্ঠানে গাল গাদত এসেছিলেন পরিবারের সঙ্গে। তাঁর স্বামী জারন ভার্সানো এবং চার মেয়ে আলমা, মায়া, ড্যানিয়েলা ও ওরি উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেতা ভিন ডিজেলও সেখানে উপস্থিত ছিলেন।
হলিউড ওয়াক অব ফেম তারকাদের স্বপ্নের জায়গা, যা লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের প্রায় তিন কিলোমিটারজুড়ে বিস্তৃত। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত ২,৮০০-এর বেশি তারকার নাম সেখানে জায়গা পেয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?