যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিপাবলিকান আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করেছেন, যেখানে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ (টিডিএস) নামক অবস্থাকে মানসিক রোগ হিসেবে রাজ্যের আইনে সংজ্ঞায়িত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংজ্ঞা অনুযায়ী, টিডিএস এমন একটি মানসিক অবস্থা, যার ফলে কেউ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও নেতৃত্বের প্রতি ‘অযৌক্তিক’ প্রতিক্রিয়া দেখান।
ট্রাম্প সমর্থকদের মধ্যে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ শব্দগুচ্ছটি জনপ্রিয়। সাধারণত, যখন কেউ ট্রাম্পের প্রতি চরম নেতিবাচক প্রতিক্রিয়া দেখান, তখন সমর্থকেরা সেই প্রতিক্রিয়াকে টিডিএস বলে আখ্যা দেন।
গত সোমবার মিনেসোটার পাঁচজন রিপাবলিকান আইনপ্রণেতা বিলটি উত্থাপন করেন। তাদের মতে, এটি শুধু রাজনৈতিক মতবিরোধ নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক সমস্যা। বিলটির অন্যতম লেখক সিনেটর গ্লেন গ্রুয়েনহাগেন বলেন, ট্রাম্প সমালোচকদের ‘অযৌক্তিক আচরণ’ মানসিক সমস্যার লক্ষণ এবং এ বিষয়ে সচেতনতা প্রয়োজন।
ফেসবুকে এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘যুক্তিসংগত বিতর্ক করা স্বাভাবিক। কিন্তু সহিংসতা ও উগ্র প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়। যেমন—টেসলা ডিলারশিপে আগুন দেওয়া, ট্রাম্প টুপি পরা ব্যক্তিদের হুমকি দেওয়া বা ট্রাম্পের স্টিকার লাগানো গাড়ি ধাওয়া করা।’
তবে গ্রুয়েনহাগেন স্বীকার করেছেন, মিনেসোটা সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি পাস হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তিনি বলেন, ‘ডেমোক্র্যাটরা ও গভর্নর ওয়ালজ এই বিল অনুমোদন করবেন না, এটা আমরা জানি।’
অন্যদিকে, টিডিএস শব্দগুচ্ছের সমালোচকেরা মনে করেন, এটি ট্রাম্পের নীতির বৈধ সমালোচনাকে খারিজ করার একটি রাজনৈতিক কৌশল। কেউ কেউ আরও বলেন, ট্রাম্প সমর্থকদের ক্ষেত্রেও একই লেবেল প্রয়োগ করা যেতে পারে, যখন তারা বিরোধীদের প্রতি চরম প্রতিক্রিয়া দেখান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?