ঈদে যাতায়াতের সুবিধার্থে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব করেছে, যা আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
চলতি বছর ২৯, ৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল—মোট পাঁচ দিন ঈদের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে, ২৮ মার্চ শুক্রবার শবে কদরের ছুটি পড়ায় ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলার কথা থাকলেও যদি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়, তাহলে এর পরের দুই দিন—৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার)—সাপ্তাহিক ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?