clock ,

বোলিংয়ে ফেরার সুখবর পেলেন সাকিব

বোলিংয়ে ফেরার সুখবর পেলেন সাকিব

অবশেষে সব ধরনের ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা দুবার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর, তৃতীয়বার ইংল্যান্ডের লাফবোরোতে দেওয়া পরীক্ষায় সফল হয়েছেন তিনি।

সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর পরিশ্রমের পর সাফল্য পেলেন সাকিব। সারে কাউন্টির ইনডোর সুবিধা ব্যবহার করে নিয়মিত বোলিং অনুশীলন করেন তিনি এবং শেষ পর্যন্ত লাফবোরোতে পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে পেশাদার ক্রিকেটে কোন লিগ দিয়ে ফেরার পরিকল্পনা করেছেন, তা এখনো নিশ্চিত নয়।

সাকিবের সঙ্গে এই পরীক্ষার সময় ছিলেন তাঁর শৈশবের বন্ধু বিকেএসপির সহপাঠী সিরাজ উল্লাহ খাদেম। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে লাফবোরোতে এবং পরে চেন্নাইয়ে হওয়া দ্বিতীয় পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। এরপর সারের সহযোগিতায় বোলিং অ্যাকশন নিয়ে নিবিড়ভাবে কাজ করেন এবং তৃতীয় পরীক্ষায় সফল হন।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে মাঠের আম্পায়াররা তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন। পর্যবেক্ষণে অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে বোলিং থেকে নিষিদ্ধ করে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা বহাল রাখে। এর ফলে, তিনি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকেও ছিটকে যান।

তবে নতুন ছাড়পত্র পাওয়ার পর সাকিব এখন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটেও নির্দ্বিধায় বল করতে পারবেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য