ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা! এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে খেলেনি ভারত। তাই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতীয় দল পাকিস্তানে না গিয়ে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে খেলবে। এমনকি যদি ফাইনালে দুই দল মুখোমুখি হয়, সেটাও দুবাইতেই হবে।
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে! সর্বনিম্ন টিকিটের দাম: ১৩৬ ডলার, সর্বোচ্চ দামি টিকিট: ১৩০০ ডলার। ২০২৪ সালে নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের পুনঃবিক্রয় মূল্য ছিল ২৫০০ থেকে ১০,০০০ ডলার!
ভারত বনাম পাকিস্তান: পরিসংখ্যান ও ইতিহাস
🔹 ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৮
বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান—প্রতিবারই ভারত জয়ী।
🔹 টি-টোয়েন্টি বিশ্বকাপে হেড-টু-হেড
রেকর্ড ৬-১, ভারতের
পক্ষে।
🔹 তবে
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের আধিপত্য!
২০০৪: পাকিস্তান ৩ উইকেটে জয়ী
২০০৯: পাকিস্তান ৫৪ রানে জয়ী
২০১৭ ফাইনাল: পাকিস্তান ১৮০ রানে জয়ী
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?