‘ওপেনহাইমার’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার জয়ী কিলিয়ান মারফি এবারও জিতলেন আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (আইএফটিএ)।
এবার তিনি ক্লেয়ার কিগানের নভেল ‘স্মল থিংস লাইক দিজ’ অবলম্বনে নির্মিত একই নামের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা পুরুষপ্রধান অভিনেতার পুরস্কার পেয়েছেন।
আয়ারল্যান্ডের কর্কে জন্ম নেওয়া এই অভিনেতা সম্প্রতি ডাবলিনে আয়োজিত আইএফটিএ অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন। একইসঙ্গে ‘স্মল থিংস লাইক দিজ’ সিনেমাটি সেরা চলচ্চিত্র বিভাগেও নির্বাচিত হয়েছে।
আইএফটিএ জানিয়েছে "এ বছরের মনোনীতরা আয়ারল্যান্ডের অনন্য গল্প বলার ক্ষমতা বৈশ্বিক মঞ্চে তুলে ধরেছেন।"‘স্মল থিংস লাইক দিজ’ সিনেমায় মারফি অভিনয় করেছেন বিল ফারলং চরিত্রে— যিনি আশির দশকের আয়ারল্যান্ডের এক ছোটখাটো কয়লা ব্যবসায়ী। তিনি একরোখাভাবে ক্যাথলিক চার্চের কিছু গোপন নিষ্ঠুরতা ফাঁস করতে সফল হন। এ ছবিতে অল্প বয়সী মেয়ে ও তাদের সন্তানদের প্রতি সমাজের অন্যায় আচরণ তুলে ধরা হয়েছে।
মারফি এবার আইএফটিএ ছাড়াও অর্জন করেছেন অস্কার, গোল্ডেন গ্লোব,বাফটা অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডস
এছাড়াও, জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এ টমি শেলবি চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ২০২৩ সালে বাফটা টিভি অ্যাওয়ার্ডস অর্জন করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?