লিওনেল মেসির নামেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ—এ দৃশ্য এখন এমএলএসে সাধারণ। সেই ধারাবাহিকতায় এবার মেসিকে ঘিরে বদলে গেল পুরো ম্যাচের ভেন্যুই। কলম্বাস ক্রুর হোম ম্যাচটি অনুষ্ঠিত হলো তাদের নিজ মাঠ থেকে ১৪৫ কিলোমিটার দূরে, বৃহৎ ধারণক্ষমতার হান্টিংটন ব্যাংক স্টেডিয়ামে, যা সাধারণত এনএফএলের ক্লিভল্যান্ড ব্রাউনসের হোমগ্রাউন্ড।
ম্যাচটি রোববার রাতে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি ও কলম্বাস ক্রু। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল ইন্টার মায়ামি। যদিও গোলের খাতা খুলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা, তবে তার উপস্থিতিই স্টেডিয়ামে ছড়িয়ে দেয় বৈদ্যুতিক উত্তেজনা।
লোয়ার ডটকম ফিল্ডের ২০ হাজার দর্শক ধারণক্ষমতা মেসির ম্যাচের জন্য ছিল অপর্যাপ্ত। তাই ম্যাচটি স্থানান্তর করা হয় ৬৭ হাজার আসনের হান্টিংটন ব্যাংক স্টেডিয়ামে। ম্যাচে ৬০,৬১৪ দর্শকের উপস্থিতি রেকর্ড গড়েছে—এটি স্টেডিয়ামটির ইতিহাসে এনএফএলের বাইরের সর্বোচ্চ উপস্থিতি।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৩০তম মিনিটে। ডান প্রান্ত থেকে মার্সেলো ভেইগান্টের বাড়ানো নিখুঁত ক্রসে হেডে গোল করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার বেনজামিন ক্রেমাচি। তরুণ এই মার্কিন প্রতিভা দিন দিন জায়গা করে নিচ্ছেন প্রথম একাদশে। মেসি বেশ কিছুবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ ছোঁয়া দিতে ব্যর্থ হন। তবুও তার পাসিং, মুভমেন্ট ও উপস্থিতিই ছিল ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু।
এই জয়ে চলতি এমএলএস মৌসুমে এখনও অপরাজিত রয়েছে ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে রয়েছে তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে আছে কলম্বাস ক্রু। শীর্ষে থাকা শার্লট ও চিনচিনাতির পয়েন্ট ১৯।
মেসির ইন্টার মায়ামি আগামী ২৫ এপ্রিল মাঠে নামবে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে। প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। সবার নজর থাকবে মেসি এবার কতটা জ্বলে উঠতে পারেন সেই ম্যাচে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?