নির্বাচন সংক্রান্ত নানা ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এনসিপির পক্ষে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তার সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক তাসনুভা জেবিন, মুজাহিদুল ইসলাম শাহীন, অনিক রায় এবং আরও একজন কেন্দ্রীয় নেতা।
বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এনসিপির নেতারা কমিশনের কাছে তাদের মতামত তুলে ধরেন এবং কিছু সুপারিশও দেন।
বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের জানান, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। নির্বাচন কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসেছি, যাতে আমাদের দল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশ নিতে পারে।”
তিনি আরও বলেন, “নিবন্ধন প্রক্রিয়ার কিছু জটিলতা নিয়ে আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। পাশাপাশি, নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি, সেগুলোর বিবেচনার অনুরোধ জানিয়েছি।”
এ সময় প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর এবং কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না।
এই বৈঠককে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে এনসিপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের আলোচনা গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক হবে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিনিধিদের বক্তব্য ও প্রস্তাবনাগুলো নথিভুক্ত করা হয়েছে এবং কমিশন তা যাচাই-বাছাই করবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?