clock ,

কাতার ও সৌদিতে একই দিনে এক উপজেলার তিন প্রবাসীর মৃত্যু

কাতার ও সৌদিতে একই দিনে এক উপজেলার তিন প্রবাসীর মৃত্যু

মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার সৌদি আরবে গত ২৩ ফেব্রুয়ারি রোববার পৃথক সময়ে কুলাউড়া উপজেলার বাসিন্দা প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, মধ্যপ্রাচ্যের কাতারের আলখোর শহরে রাজমিস্ত্রির কাজ করতেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোবাবার বিকালে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আলখোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সৌদি আরবের জেদ্দা শহরে রোববার দুপুরে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াস নগর লামাপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিল। এছাড়া সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে কোন এক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. মতিউর রহমান (৬২) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ বসবাস করতেন। নিহত মো. মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাজার পর সেখানেই দাফন করা হবে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য