সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে মোহাম্মদ মিলন (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।
নিহত মিলন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জাহেদ ব্যাপারী বাড়ির বাসিন্দা। তিনি মৃত নুর আলমের ছেলে।
রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মিলন দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত ছিলেন। প্রায় নয় বছর প্রবাস জীবন কাটানোর পর কয়েক বছর দেশে অবস্থান করেন। এর মধ্যে বিয়ে করে ছয় মাস আগে আবারও সৌদি আরবে যান। সম্প্রতি তিনি জমি কিনে নতুন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। তিনি মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
মিলনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?