বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (২৮ জানুয়ারি) ও আগামীকাল (২৯ জানুয়ারি) দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এরপর ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বড় ধরনের প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। দাবি আদায় না হলে ১ ফেব্রুয়ারি থেকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কর্মচারী নেতারা অভিযোগ করেন, বর্তমান জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যে সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং কেবল আন্দোলন স্তিমিত রাখার জন্য পে কমিশন গঠন করা হয়েছিল। এ মন্তব্যকে তারা ‘হঠকারী’ ও ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে, অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ বছর ধরে কর্মচারীরা ন্যায্য পে স্কেল থেকে বঞ্চিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা চরম দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট সরকারের হাতে থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?