clock ,

যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান ওমর

যুক্তরাষ্ট্রে হামলার শিকার কংগ্রেস সদস্য ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে টাউন হল সভা চলাকালে এক আকস্মিক হামলার শিকার হয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর মিনিয়াপলিসে আয়োজিত জনসভায় এক ব্যক্তি সিরিঞ্জের মাধ্যমে তাঁর দিকে একটি অজ্ঞাত তরল পদার্থ স্প্রে করেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ইলহান ওমর অভিবাসন সংস্থা আইসিই বিলোপ এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখছিলেন। তখন সামনের সারিতে থাকা ৫৫ বছর বয়সি এক ব্যক্তি হঠাৎ উঠে এসে সিরিঞ্জ দিয়ে তীব্র গন্ধযুক্ত বাদামী রঙের তরল ছিটিয়ে দেন।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা দ্রুত হামলাকারীকে আটক করেন। পরে পুলিশ তাকে তৃতীয় মাত্রার লাঞ্ছনার অভিযোগে গ্রেপ্তার করে কাউন্টি জেলে পাঠায়। তবে এই ঘটনায় ইলহান ওমর শারীরিকভাবে আহত হননি।

হামলার পর সভাস্থলে সাময়িক আতঙ্ক ছড়ালেও ইলহান ওমর শান্তভাবে আবার মঞ্চে ফিরে আসেন এবং সভা চালিয়ে যান। তিনি বলেন, ভীরু ধরনের এই আচরণ তাঁকে দমাতে পারবে না এবং মিনেসোটার মানুষ ভয়ভীতির কাছে মাথা নত করে না।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি সুস্থ আছেন এবং একজনসারভাইভারহিসেবে ধরনের উসকানি তাঁর কাজ থেকে তাঁকে বিচ্যুত করতে পারবে না।

মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে হামলার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতা ভয় দেখানোর কোনো স্থান রাজনীতিতে নেই। ডেমোক্র্যাট নেতারা এই হামলার জন্য সাম্প্রতিক উসকানিমূলক রাজনৈতিক বক্তব্যকে দায়ী করছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য