clock ,

ধর্ষিত নারী

ধর্ষিত নারী

প্রশ্নবিদ্ধ জাতি, কলঙ্কিত দেশ 

ধর্ষিত সমাজের নারী,

ধর্ষকের বিচারে ব্যর্থ আইন 

আদালতে রয়েছে কালো পোশাক ধারী।

 

অর্থের কাছে মাথা নত করে 

ধর্ষকের পক্ষে করে লড়াই,

পেশাজীবী খুনি ওরা সমাজের দুশমন 

বাঁচার অধিকার তাদের নাই।

 

আইনের মারপ্যাঁচে কালো টাকার কাছে

আদালতে নিলামে নারীর ইজ্জত,

ধর্ষকের আইনজীবী বেশ্যার মত 

তাদের নির্মূলে চাই জনতার আদালত।

 

অন্তর চক্ষু তাদের হয়েছে কালো 

পরনেও রয়েছে কালো পোশাক,

ধর্ষিত হত যদি তার পরিবার

তবেই বুঝতো তার আঘাত।

 

ধর্ষিত নারীর করুন আর্তনাদ 

প্রশ্নবিদ্ধ বিচার বিভাগ,

স্তব্ধ হৃদয় হয়েছে ক্লান্ত 

কোন ভাষায় করি তার প্রতিবাদ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য