নারী নির্যাতন, ইভ টিজিং, যৌন হয়রানি ও হেনস্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। দেশের যেকোনো স্থানে এ ধরনের ঘটনা ঘটলে ভুক্তভোগীরা সরাসরি হটলাইনে অভিযোগ জানাতে পারবেন। সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ইনামুল হক সাগর।
হটলাইন নম্বরগুলো হলো— ০১৩২০০০০২০০১, ০১৩২০০০০২০০২, ০১৩২০০০০২২২২। এগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে, যাতে যে কোনো সময় সহায়তা পাওয়া যায়।
এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সহায়তা দিতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজ আগের মতোই সক্রিয় রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?