প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন। এতে যারা নির্বাচনের সময় বিদেশে থাকবেন, তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান সিইসি। বৈঠকে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি, ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সিইসি আরও জানান, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। এ সময়সীমা অতিক্রম না করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
এদিকে, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার বিষয়েও চিন্তা করছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সংশোধনের জন্য অনেক আবেদন আসছে, যেখানে দ্বিতীয় স্ত্রীরা তাদের নাম যুক্ত করার অনুরোধ করছেন। এজন্য ডেটাবেজে একাধিক স্ত্রীর তথ্য সংরক্ষণের ব্যবস্থা নেওয়া যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?