clock ,

ওআইসিভুক্ত ১৯ দেশের মিশনপ্রধানদের সঙ্গে বৈঠক ডাকলো ইসি

ওআইসিভুক্ত ১৯ দেশের মিশনপ্রধানদের সঙ্গে বৈঠক ডাকলো ইসি

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-ভুক্ত ১৯ দেশের মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি প্রবাসী বাংলাদেশিদের ভোট কার্যক্রম নিয়ে আলোচনা করতেই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসির আমন্ত্রণ পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরবেন। এছাড়া প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট দেশগুলোর সহায়তাও চাইবে ইসি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন সিইসি।

এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য