clock ,

প্রবাসীকে ফাহামেদুলের আগমনে উচ্ছ্বসিত বাংলাদেশ দল

প্রবাসীকে ফাহামেদুলের আগমনে উচ্ছ্বসিত বাংলাদেশ দল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন সংযোজন ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহামেদুল ইসলাম। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তাকে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্ডার হামজা চৌধুরীর পর এবার ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলিভিয়াতে খেলা ফাহামেদুলের আগমন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। সোমবার সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফেনীতে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড। তায়েফে দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন তিনি। ইতালিতে খেলার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের ফুটবল সংস্কৃতি তার জন্য নতুন। তবে তাকে মানিয়ে নিতে সহায়তা করছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী এবং রাকিব হোসেন, শেখ মোরসালিনদের মতো স্থানীয় তারকারা।

বাংলাদেশ দলের আক্রমণভাগে রাকিব, মোরসালিন পিয়াস নোভার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একাদশে জায়গা করে নিতে হবে ফাহামেদুলকে। নোভা বলেন, "কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি ভারতের বিপক্ষে ভালো ফলাফল হবে।"

রক্ষণভাগেও চ্যালেঞ্জ রয়েছে। শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্ডার হামজা চৌধুরীর সঙ্গে সমন্বয় করে খেলার সুযোগ পাবেন তপু বর্মন শাকিল আহাদ তপু। শাকিল বলেন, "আমার পজিশনে সিনিয়র খেলোয়াড়রা আছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব টিমে জায়গা করে নিতে।"

ফাহামেদুলের আগমন বাংলাদেশ দলের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার অপেক্ষা, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য