clock ,

আমিরাত থেকে দুই বছরে আসবে ১৭ কার্গো এলএনজি, অনুমোদন দিল উপদেষ্টা কমিটি

আমিরাত থেকে দুই বছরে আসবে ১৭ কার্গো এলএনজি, অনুমোদন দিল উপদেষ্টা কমিটি

সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দুই বছরে মোট ১৭ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এর জন্য দেশটির সঙ্গে সম্ভাব্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুমোদন দেওয়া হয়। বৈঠক-পরবর্তী এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ ২০২৬ সালে জিটুজি ভিত্তিতে ওকিউ ট্রেডিং লিমিটেড, ইউএই থেকে সরাসরি এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় চলতি বছরে ৫টি এবং আগামী বছর ১২টি এলএনজি কার্গো আমদানি করা হবে।

এছাড়া বৈঠকে আরও কিছু বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে লাখ ১০ হাজার টন সার আমদানির প্রস্তাব, যার মধ্যে রয়েছে ৩০ হাজার টন ইউরিয়া ৮০ হাজার টন ডিএপি সার। এতে ব্যয় হবে ৮৫০ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাঁচটি পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের সংশোধিত ব্যয় অনুমোদন পেয়েছে, যেগুলোর জন্য বাড়তি বরাদ্দ লাগবে প্রায় ৩৭০ কোটি টাকা।

সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্যসেবা বিভাগের তিনটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে ৪০৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে। পাশাপাশি ১০টি নতুন বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণে ২৩৯ কোটি ৭০ লাখ টাকার ব্যয়ের প্রস্তাবও অনুমোদন পেয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে সামনের বছরগুলোর জ্বালানি নিরাপত্তা কৃষিখাতের স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য