সংযুক্ত আরব আমিরাতে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’, যেখানে রাস্তার নির্মাণে ব্যবহার করা হবে সোনা। এই প্রকল্পটি বাস্তবায়িত হবে দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে, যা ‘হোম অব গোল্ড’ নামে পরিচিত। বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রিয়েল এস্টেট কোম্পানি ইথরা দুবাই ঘোষণা করেছে, নতুন ডিস্ট্রিক্টে সোনা ও গয়না-সম্পর্কিত সবকিছু এক ছাদের নিচে আনা হবে। এখানে খুচরা বিক্রি, বুলিয়ন, পাইকারি বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাত থাকবে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে বর্তমানে হাজারের বেশি খুচরা বিক্রেতা কাজ করছে, যাদের মধ্যে পারফিউম, কসমেটিকস, সোনা ও লাইফস্টাইল পণ্য অন্তর্ভুক্ত।
ইথরা দুবাইয়ের সিইও ইসাম গালাদারি বলেন, “গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর ও সুযোগকে একত্রিত করে।” দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের সিইও আহমেদ আল খাজা বলেন, “সোনা দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। এটি আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি ও উদ্যোগের স্থায়ী চেতনার প্রতীক।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?