দেশে জ্বালানি নিরাপত্তা জোরদারে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৯৮ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৪০ টাকা।
মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের ১২ থেকে ১৩ জুন সময়কালে সরবরাহযোগ্য একটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (প্রায় ২৩ এম) আমদানির প্রক্রিয়া সম্পন্ন হবে।
এই আমদানি সংক্রান্ত প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত হয়, যা পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, সময়োপযোগী এই সিদ্ধান্ত দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। 'ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন' প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (ওএন্ডএম) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, আবুধাবির সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চুক্তিমূল্য বৃদ্ধি/ভেরিয়েশন প্রস্তাবটিও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি।
সরকার আশা করছে, এ উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি অবকাঠামো আরও দৃঢ় হবে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?